চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Bangla Grammar | বাংলা ব্যাকরণ; পর্ব-০১

Bangla Grammar

বাংলা ব্যাকরণ | Bangla Grammar; Part-01

১. ভাষা কী ?

ক) শব্দের উচ্চারণ

খ) ধ্বনির উচ্চারণ

গ) * ভাবের উচ্চারণ

ঘ) বাক্যের উচ্চারণ

২. নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি?

ক) ভাষা

খ) ধ্বনি

গ) বাক্য

ঘ) শব্দ

৩. ভাষার মৌলিক অংশ কয়টি ?

ক) ২টি

খ) * ৪টি

গ) ৬ টি

ঘ) কোনটিই নয়

৪. বাংলা ভাষার মৌলিক রুপ কয়টি ?

ক) *২

খ) ৩

গ) ৪
ঘ) ৬

৫. ‘সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-

ক) রাজা মনিমোহন রায়

খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ) *রাজা রামমোহন রায়

ঘ) অক্ষয়কুমার দত্ত

৬. উপভাষা কোনটি ?

ক) সাহিত্যের ভাষা

খ) লেখ্য ভাষা

গ) পাঠ্যপুস্তকের ভাষা

ঘ) *অঞ্চল বিশেষ মানুষের ভাষা

৭. চলিত ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

ক) আভিজাত্য অধিকারী

খ) * পরিবর্তনশীল

গ) গুরুগম্ভীর

ঘ) অপরিবর্তনীয়

৮. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয় ?

ক) চলিত রীতি

খ) *সাধু রীতি

গ) মিশ্র রীতি

ঘ) আঞ্চলিক রীতি

৯. কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?

ক) কথ্য ভাষা

খ) আঞ্চলিক ভাষা

গ) * সাধু ভাষা

ঘ) চলিত ভাষা

১০. সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী ?

ক) কবিতার পঙক্তিতে

খ) গানের কলিতে

গ) গল্পের বর্ণনায়

ঘ) * নাটকের সংলাপে

১১. নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি ?

ক) সাধু

খ) *চলিত

গ) আঞ্চলিক

ঘ) মিশ্র

১২. চলিত ভাষার নিম্নের কোনটির রুপ সংক্ষিপ্ত হয় ?

ক) * অনুসর্গ

খ) বিশেষ্য

গ) অব্যয়

ঘ) উপসর্গ

১৩. নিচের কোনটি চলিত রীতির শব্দ ?

ক) তুলা

খ) *শুকনো

গ) পড়িল

ঘ) সহিত

১৪. ‘বন্য’ শব্দটির চলিত রুপ কোনটি ?

ক) বন্যে

খ) *বুনো

গ) বনো

ঘ) বন্য

১৫. ‘চাকিত হইয়া’ শব্দটির চলিত রুপ-

ক) চকিত হয়ে

খ) চকিত  হইয়া

গ) চকিতে

ঘ) * চমকে

১৬. ‘ছড়ালে’ এর সাধু রুপ-

ক) *ছড়াইলে

খ) ব্যাপ্তিলে

গ) ব্যাপ্ত হইলে

ঘ) ছড়াইয়া দিলে

১৭. ‘জুতো’ শব্দটি কোন ভাষারীতির ?

ক) সাধু

খ) *চলিত

গ) প্রাকৃত

ঘ) কোল

১৮.‘মেগো’ আঞ্চলিক রুপের শিষ্ট পদ্যরুপ-

ক) আমাদিগের

খ) * মোদের

গ) আমাদের

ঘ) আমরা

১৯. সাধুভাষায় কোনটি শুদ্ধ ?

ক) এখানে সে ফিরে আসেনি

খ) *সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না

গ) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন

ঘ) তুমি তার কথা বিশ্বাস করো না

২০. ‘তোমাকে দেখেই খুবই খুশি হলাম।’- এই বাক্যটি কোন ভাষা রীতিতে লেখা ?

ক) সাধু

খ) *চলিত

গ) আঞ্চলিক

ঘ) কথ্য

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!