চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Bangla Grammar| বাংলা ব্যাকরণ; পর্ব-০২

Bangla Grammar

বাংলা ব্যাকরণ | Bangla Grammar; Part-02

ধ্বনি ও বর্ণ অংশ-০১

১. বর্ণ হচ্ছে-

ক ) শব্দের ক্ষুদ্রতম অংশ

খ ) একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ

গ ) *ধ্বনি নির্দেশক প্রতীক

ঘ ) ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ

২. বাগযন্ত্রের অংশ নয়-

ক) দাঁত

খ) তালু

গ)*কান

ঘ)নাক

৩. ভাষার মূল উপাদান/ক্ষুদ্রতম একক হচ্ছে-

ক)বর্ণ

খ) *ধ্বনি

গ) শব্দ

ঘ) বাক্য

৪. বর্ণ কিসের প্রতীক ?

ক) *ধ্বনি

খ) শব্দ

গ) অক্ষর

ঘ) স্বরবর্ণ

৫. বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?

ক) *৬

খ) ৭

গ) ৯

ঘ) ১০

৬. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি ?

ক) ১১

খ) *১০

গ) ৯

ঘ) ৮

৭. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

ক) ব+ন+ধ+ন

খ) *বন্+ধন্

গ) ব+ন্ধ+ন

ঘ)বান+ধন

৮.বাংলা স্বরবর্ণ কয়টি?

ক) ৯টি

খ) ১০টি

গ) *১১টি

ঘ) ১২টি

৯. বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে?

ক) ৪৭

খ) ৪৮

গ) ৪৯

ঘ) *৫০

১০. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?

ক) ৭

খ) ৯

গ) *৮

ঘ) ১০

১১. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত ?

ক) *৭

খ) ১১

গ) ১৩

ঘ) ৯

১২. কোনটি মৌলিক স্বরধ্বনি ?

ক) ঔ

খ) * এ

গ) ঐ

ঘ) ঈ

১৩. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি ?

ক) *২টি

খ) ৪টি

গ) ৫টি

ঘ) ৭টি

১৪. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি ?

ক) অ

খ) আ

গ) ঈ

ঘ) *ঐ

১৫. বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?

ক) ৫টি

খ) *৪টি

গ) ৭টি

ঘ) ৬টি

১৬.কোন দুটি মূল স্বরধ্বনি নয় ?

ক) ঐ,অ

খ) আ, ঔ

গ) ই,ঔ

ঘ) *ঐ,ঔ

১৭. তালব্য বর্ণ কোনগুলো ?

ক) এ,ঐ

খ) *ই,ঈ

গ) উ.ঊ

ঘ) ও,ঔ

১৮. ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি?

ক) *৩৯

খ) ৪৯

গ) ৩১

ঘ) ৩৫

১৯. ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয়-

ক) *স্পর্শ ধ্বনি

খ) উষ্ম ধ্বনি

গ) জিহবামূলীয় ধ্বনি

ঘ) পরাশ্রয়ী ধ্বনি

২০. বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত ?

ক) ১৬

খ) ১৪

গ) ৭

ঘ) *৫

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!