চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Bangla Grammar| বাংলা ব্যাকরণ; পর্ব-০৩

Bangla Grammar

বাংলা ব্যাকরণ | Bangla Grammar; Part-03

ধ্বনি ও বর্ণ অংশ-০২

১.‘ঙ’ ধ্বনির সঠিক উচ্চারণ-

ক) উম্যো

খ) উয়ো

গ) উম্যা

ঘ)*ইয়ো

২. বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি?

ক) ৩টি

খ) ৪টি

গ) *৫টি

ঘ) ৬টি

৩. কোন গুলো দন্ত্য ধ্বনি?

ক) *ত,থ,দ,ধ,ন

খ) ক,খ,গ,ঘ,ঙ

গ) প,ফ,ব,ভ,ম

ঘ) চ,ছ,জ,ঝ,ঞ

৪.পরাশ্রয়ী বর্ণ কোনটি?

ক) ম

খ) ন

গ) *ং

ঘ) ঞ্চ

৫. পার্শ্বিক ব্যঞ্চনের উদাহরণ কোনটি?

ক) হ

খ) শ

গ) ও

ঘ)*ল

৬. তাড়নজাত ধ্বনি কোনটি?

ক) শ

খ) ও

গ) *ড়

ঘ) স

৭. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?

ক) *যৌগিক স্বরধ্বনি

খ) তালব্য স্বরধ্বনি

গ) মিলিত স্বরধ্বনি

ঘ) কোনটি নয়

৮. বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি?

ক) ২৪টি

খ) *২৫টি

গ) ২৬টি

ঘ) ২৭টি

৯.কোন দুটি অঘোষ ধ্বনি?

ক) গ ঘ

খ) দ ধ

গ)* প ফ

ঘ) জ ভ

১০. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি?

ক) তৃতীয় বর্ণ

খ) *দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

গ) প্রথম ও দ্বিতীয় বর্ণ

ঘ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

১১. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?

ক) ফল

খ)* ফলা

গ) ফলা

ঘ) অক্ষর

১২. ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?

ক) ষ+ঞ

খ) ক+খ

গ) ষ+ক

ঘ) *ক+ষ

১৩. ‘হ্ম’ হর বিশিষ্ট রূপ-

ক) ক+ষ

খ) ক+খ+গ

গ) *হ+ম

ঘ) ক+ষ+ম

১৪. ‘জ্ঞ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়?

ক) গ+ঞ

খ) ঞ+জ

গ) ঞ+জ

ঘ) *জ+ঞ

১৫. ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ দেখান।

ক) *জ+ঞ

খ) ঞ+জ

গ) ঞ+জ

ঘ) গ+ঞ

১৬. ‘তৃষ্ণা’ শব্দে কোন কোন বর্ণ আছে?

ক) ত+র+ষ+ঞ+আ

খ) ত+র+ষ+ন+আ

গ) ত+র+ক+ষ+আ

ঘ) *ত+ঋ+ষ+ণ+আ

১৭. বাংলা ভাষায় ‘ঞ’ হরফটির উচ্চারণ কত প্রকারের হয়?

ক) এক

খ) *দুই

গ) তিন

ঘ) চার

১৮. ‘ম’ বর্ণ উচ্চারিত হয়-

ক) তালু থেকে

খ) দন্ত থেকে

গ) মূর্ধা থেকে

ঘ)* ওষ্ঠ্য থেকে

১৯.আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ ব্যবহৃত হয়?

ক) ৫২টি

খ) *৪৫টি

গ) ৫৪টি

ঘ) ৩৮টি

২০.একটি ধ্বনিতে কয়টি ‘প্রতীক’ ব্যবহৃত হয়?

ক) ২টি

খ) *১টি

গ) ৪টি

ঘ) ৫টি

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!