চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Bangla Literature | বাংলা সাহিত্য; পর্ব-০২

Bangla Literature

Name of Bengali literature and author

১. ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতার নাম কী?

– সুকান্ত ভট্টাচার্য

২. পঞ্চতন্ত্র গ্রন্থটি কে রচনা করেন?

– সৈয়দ মুজতবা আলী

৩. নজরুলের প্রথম উপন্যাস কোনটি?

– বাঁধনহারা

৪.“পদ্মাবতী ’’ কে রচনা করেন ?

– মহাকবি আলাওল।

৫.“পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা?

–  ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।

৬.‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?

–  রাজা রামমোহন রায়।

৭.‘প্রসন্ন প্রহর’ গ্রন্থের রচয়িতা কে?

–  সিকান্দর আবু জাফর।

৮.‘বাংলা ছাড়ো’ গ্রন্থের রচয়িতা কে ?

–  সিকান্দার আবু জাফর।

৯.‘প্রেমের সমাধি’র রচয়িতা কে?

–  মোহাম্মদ নজীবর রহমান।

১০.‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?

–  বেগম রোকেয়া।

১১.‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা কে?

–  মুহাম্মদ বরকতউল্লাহ।

১২.‘পথে প্রবাসে’ গ্রন্থের রচয়িতা কে?

–  অন্নদাশঙ্কর রায়।

১৩.‘পলাশীর যু্দ্ধ’ গ্রন্থের লেখক কে?

–  নবীন চন্দ্র সেন।

১৪.‘নির্জন স্বাক্ষর’ গ্রন্থটির রচয়িতা কে?

–  বুদ্ধদেব বসু।

১৫.‘নুরনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?

–  আব্দুল হাকিম।

১৬.‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের রচয়িতা কে ?

–  মানিক বন্দোপাধ্যয়।

১৭.‘পথের দাবী’ উপন্যাসটির রচয়িতা কে?

–  শরৎচন্দ্র চট্টপ্যাধায়।

১৮.‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের রচয়িতা কে?

–  আবু জাফর শামসুদ্দিন।

১৯.‘পথের পাচালী’ উপন্যাসের রচয়িতা কে?

–  বিভূতিভূষন বন্দোপাধ্যায়।

২০.‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?

–  গ্রামীন জীবন।

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!