চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Bangladesh Affairs | বাংলাদেশ বিষয়াবলী; পর্ব-০১

GK Bangladesh

সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিষয়াবলী; পর্ব-০১

১.অবারিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত-
– রাজেন্দ্রপুর চৌরাস্তা ,গাজীপুর

২.চিনি মসজিদ কোথায় অবস্থিত-
– সৈয়দপুর

৩.বাংলাদেশ ব্যাংকে NPSB র মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার এর উদ্বোধন করে-
– ২ নভেম্বর ২০১৭

৪. দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত-
– চন্দ্রা গাজীপুর

৫. দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি কোথায় অবস্থিত-
– শ্যামনগর

৬. বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি-
– ইলিশ

৭. বাংলাদেশের নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?
– অ্যালিশন ব্লেইক

৮ বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ কবে মৃত্যুবরণ করেন?
– ২৭ আগস্ট ২০১৫

৯.১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?
– ২৪ জানুয়ারি

১০. ছিট মহল বিনিময় কার্যকর হয় কবে?
– ১ আগস্ট ২০১৫

১১. বাংলাদেশের জাতীয় ফুল-
– শাপলা

১২. বাংলাদেশের জাতীয় কবি কে?
– কাজী নজরুল ইসলাম

১৩. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি?
– ২১ নভেম্বর

১৪. বাংলাদেশের কৃষি দিবস-
– ১ অগ্রহায়ণ

১৫. বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন-
– এ এন সাহা

১৬. মৌর্যযুগে গুপ্তচরকে ডাকা হত-

– সঞ্চারা

১৭. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন নদী নিয়ে গবেষণা কেন্দ্র চালু করেন?
– হালদা নদী

১৮. বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস?
-১৪ ডিসেম্বর

১৯. বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে কতটি কৌণিক স্তর রয়েছে?
– ৭টি

২০. বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে?
– ২ মার্চ ।

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!