চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Current Affairs | কারেন্ট নিউজ; পর্ব-০১

Current Affairs

সাধারন জ্ঞান | Current Affairs; Part-01

১। বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে ?

— সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ।

২। বর্তমানে দেশে বনের পরিমাণ কত?

— প্রায় ২৩ লাখ হেক্টর , যা দেশের মোট আয়তনের ১৫. ৫৮% ।

৩। জাতির পিতার জন্মশতবার্ষিকী  উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে?

— ৪- ৫ নভেম্বর ২০২১।

৪। ২০২১ সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?

— যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ- উত্তর কোরিয়া।

৫। ২০২০ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

— নেদারল্যান্ডস।

৬। অ্যান্টিভাইরাস সফটত্তয়্যারের উদ্ভাবক কে?

— জন ম্যাকাফি।

৭।২০২১ সালে অনুষ্ঠিত ৪৭ তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ?

—আর্জেনটিনা। 

৮। সালাম সালাম হাজার সালাম গানের কন্ঠশিল্পী  কে?

— আবদুল জব্বার।

৯। বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

 – চীন।

১০। শীর্ষ বিভাগ কোনটি?

— বরিশাল।

১১। সাক্ষরতার দিক দিয়ে সর্বনিম্ন জেলা কোনটি? জামালপুর।

১২।Pacific Islands Forum এর নতুন মহাসচিব কে?

– হেনরি পুনা কুক দ্বীপুঞ্জ।

১৩। D- 8 এর পরবর্তী  মহাসচিব কে?

— ইসিয়াকা আবদুল কাদির ইমান (নাইজেরিয়া) ।

১৪। ২৩ মার্চ ২০২১ সুয়েজ খালে আটকে যাওয়া

 জাহাজের নাম কি?

— Ever Given .

১৫। সুয়েজ খালে প্রথম জাহাজ ভাসে কবে?

— – ১৭ নভেম্বর ১৮৬৯।

১৬। কয়েনবেস কী?

— একটি ডিজিটাল মুদ্রা বিনিময় সিস্টেম।

১৭। ২৪তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?

— জুলাই ২০২২।

১৮। রেশম বা  সিল্কের জন্মভূমি বলা হয় কোন দেশকে ?

— চীন।

১৯। মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনীময়ে অর্থ উপার্জনকে কী বলে?

— Freelancing.

২০।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে Leaders Summit on Climate অনুষ্ঠিত হয় কবে?

— ২২-২৩ এপ্রিল ২০২১।

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!