চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Current Affairs | কারেন্ট নিউজ; পর্ব-০২

Current Affairs

সাধারন জ্ঞান | Current Affairs; Part-02

১)  বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয় কবে?

— ৬  এপ্রিল ২০২১

২)  বর্তমান দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কত?

—  ৮১ টি )

৩)  বাংলা একাডেমির নতুন সভাপতি কে?

— ড. রফিকুল ইসলাম

৪) মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত কে ?

— জন কেরি

৫)  শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

 — খুলনা)

৬)  ৩২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়েছে?

 — ২৩ জুলাই– ৮  আগষ্ট ২০২১

৭)  জাপানি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?

—শাহরিয়ার  কবির

৮)  সম্প্রতি কোন দেশ ১২ কিংবা  ১২+বয়সী শিশু কিশোরদের জন্য কোভিড-১৯টিকার অনুমোদন দেয়—কানাডা ও যুক্তরাষ্ট্র)

৯) মানবদেহে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণ হয় কবে?

— ১৯৬০ সালে

১০) ১৯ এপ্রিল ২০২১ কোন দেশে প্রথমবারের মতো নারী অর্থমন্ত্রী বাজেট পেশ করেন কে?

— কানাডা

১১) বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?

— ৫০ টি

১২)  কচ্ছপের প্রজাতির সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

— ১৩ তম

১৩)  বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কোভিড – ১৯ এর টেকনিক্যাল বিষয়ের প্রধান বিশেষজ্ঞ ডাক্তার কে?

— মারিয়া ভ্যান কেরখোভ)

১৪)  বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ (মে ২০২১) ঘূর্ণিঝড়ের নাম কী?

— ইয়াস, ত্তমান নামকরণ করে

১৫)  দুদুকের বর্তমান চেয়ারম্যান কে ?

— মোহাম্মদ মঈন উদ্দীন  আব্দুল্লাহ্

১৬) সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম?

— শ্রীলংকা; ০. ৫%

১৭)  বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

— ১৬.৬৩ কোটি

১৮)  বর্তমানে বাংলাদেশে ও ভারতের মধ্যে চালু বর্ডার হাট কতটি?

—৭টি

১৯)  কোন দেশের সঙ্গে সম্পর্কিত?

 — চীন

২০)  বাংলাদেশের ব্যাংক খাতের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক(MD )  কে?

—মাহ্তাব জাবিন

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!