চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Current Affairs | কারেন্ট নিউজ; পর্ব-০৩

Current Affairs

সাধারন জ্ঞান | Current Affairs; Part-03

১। বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (MD) কে?

— হুমায়রা আজম।

২। নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হয়?

— ১–১০ এপ্রিল ২০২১।

৩। ভিয়েতনামের বর্তমান প্রেসিডন কে?

—  এনগুয়েন হুয়েন ফুক।

৪। কোন দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠির উদ্যোগ নেয়া হয়ছে?

— ইরান।

৫। এর পরবর্তী বা নতুন মহাসচিব কে?

— ইসিয়াকা আবদুল কাদির ইমাম (নাইজেরিয়া)।

৬। দ্রুততম মানবী হন কে?

— শিশির আক্তার।

৭। সর্বাধিক পদক লাভ করে কোন দল?

— বাংলাদেশ আনসার ও ভিডিপি।

৮। দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়?

— কক্সবাজারে ।  

৯। বর্তমানে বিশ্বের র্শীষ ধনী  কে?

— জেফ বেজোস ।

১০। খেজুর উৎপাদনের র্শীষ দেশে কোনটি?

— মিসর।

১১। সংবাদ সংস্থা রয়টার্সের  প্রথম নারী প্রধান সম্পাদক কে?

— আলেসান্দ্রা গ্যালোনি।

১২। বাংলাদেশে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি কবে শুরু হয়?

 —  ৭ ফেব্রুয়ারি ২০২১।

১৩। জাতিসংঘের পতাকায় যে দুটি রং রয়েছে

—  নীল ও সাদা।

১৪। বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে?

—  মালালা ইউসুফজাঈ।

১৫। কীসের আর্কষণে মূলত জোয়ার- ভাটা হয়?

 —  চন্দ্র।

১৬। মাছ ও সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কততম?

— ৩য়।

১৭। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায়?

—  সিলেটের লালাখালে।

১৮। নাইজারের বর্তমানে প্রেসিডেন্ট কে?

—  মোহামেদ বাজৌম

১৯। কসোভার বর্তমান প্রধানমন্ত্রী কে ?

— আলবিন কুর্তি

২০। প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি ?

— ভারত

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!