চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | Current Affairs | কারেন্ট নিউজ; পর্ব-০৪

Current Affairs

সাধারন জ্ঞান | Current Affairs; Part-04

১। ২৮ এপ্রিল২০২১ প্রথম নারী হিসাবে কে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে?

— কমলা হ্যারিস।

২। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান বহরে ৫ মার্চ ২০২১ ইং সর্বশেষ যুক্ত হয় কোন বিমানটি?

— শ্বেতবলাকা।

৩। ফেনী নদীর ওপর নির্মিত বাংলাদেশ–ভারত মৈত্রী সেতু-১ উদ্ধোধন করা হয় কবে?

—  ৯ মার্চ ২০২১।

৪। ঢাকা- জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত?

— ৫৯৫ কিমি.।

৫। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?

— অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।

৬। তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?

— সামিয়া সুলুহু হাসান ।

৭। জাতীসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে?

— লিন্ডা টমাস গ্রিনফিল্ড।

৮। LDC থেকে বাংলাদেশ কবে বের হবে?

— ২০২৬ সালে।

৯। মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?

— Freelancing

১০। দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় স্থাপিত হবে?

— ভাঙ্গা,ফরিদপুর।

১১। ১ জানুয়ারি ২০২১ থেকে কোন দেশ জাতীয় সংগিতে পরিবর্তন আনে ?- —  অস্ট্রেলিয়া ।

১২। সম্প্রতি প্রয়াত মাকি কাজি নিম্নের কোনটির সাথে যুক্ত ছিলেন ?— — সুডোকু ।

১৩। কোন রাজ্য সম্প্রতি ‘স্মার্ট হেলথ কার্ড’ লঞ্চ এর ঘোষণা করলো ?

— ওড়িশা ।

১৪। ২০২১ সালের ফিল্মফেয়ার পুরস্কার কত তম ?

— ৬৬ তম।

১৫। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ (পুরুষ) কোথায় অনুষ্ঠিত হবে ?

— কাতার।

১৬। ভারতের কোন রাজ্যকে স্পোর্টস সিটি নাম দিতে চলেছে ?—আমোদাবাদ।

১৭। ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার বিশ্বের প্রথম ক্রিকেটারের নাম কি?

— বিরাট কোহলি।

১৮। হাবরা কালকা মেল ট্রেন এর নাম পরিবর্তন করে কি রাখে হয়েছে ?

— নেতাজি এক্সপ্রেস।

১৯। Realme Mobail নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন ?

— সালমান খান এবং শ্রদ্ধা কাপুর ।

২০। ভারতীয় সংবিধানে বাজেট সম্বন্ধে কততম অনুচ্ছেদে বলা হয়েছে ?

— ১১২।

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!