চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | International Affairs | আন্তর্জাতিক বিষয়াবলি; পর্ব-০১

GK International

সাধারন জ্ঞান | International Affairs; Part-01

১। “বাংলাদেশ দিবস” কোথায় পালিত হয় ?

-নেদারল্যান্ড

২। বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবক কে ?

–  ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

৩। ভাসমান হাসপাতালের নাম কি?

– জীবনতরী

৪। মেগাসিটির দিক থেকে ঢাকার অবস্থান কততম ?

–  ১৯তম। মোট ২৮ টি রয়েছে

৫। দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড

মিউজিয়াম) কোথায় অবস্থিত?

– সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। (নোট:মাটির নিচে প্রায়

২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১

জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।)

৬। জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার কত ?

– ০.০১ শতাংশ।

৭। ওরে নীল দরিয়া…..

সালাম সালাম হাজার সালাম…..

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়….গানগুলো শিল্পী

কে ?

–  আব্দুল জব্বার

৮। কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম

স্বাক্ষর করে

–  বাংলাদেশ

৯। কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ?

–  সুন্দরবনে

১০।২৯ – ৩০ জুলাই ২০১৭ ‘পানি সম্মেলন’ অনুষ্ঠিত হয়?

— ঢাকা , বাংলাদেশ ।

১১। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী কোনটি ?

–  মুরং বা ম্রো

১২। খাসিয়ার গ্রামগুলো কী নামে পরিচিত ?

– পুঞ্জি

১৩। চাকমাদের গ্রামগুলো কী নামে পরিচিত ?

–  আদাম

১৪। সাঁওতালদের গ্রাম প্রধানদের কী বলে ?

–  মাজি

১৫। “লাওরা” রা কোন ধর্মের অনুসারী ?

–  ইসলাম

১৬। “দামতুয়া জলপ্রপাত ” কোথায় অবস্থিত ?

– আলীকদম, বান্দরবান।

১৭। জলাবন কোথায় অবস্থিত?

– রাতারগুল, সিলেট

১৮। ওয়াইফাই নগরী কোথায়?

– সিলেট

১৯। উদ্ভিদ হাসপাতাল কোথায়?

– মধুপুর

২০। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?

– ১২ নটিক্যাল মাইল।

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!