চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | International Affairs | আন্তর্জাতিক বিষয়াবলি; পর্ব-০৩

GK International

সাধারন জ্ঞান | International Affairs; Part-03

১) ২০২১ সালে জাতিসংঘের টেকশই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?

ক. দক্ষিণ আফ্রিকা

খ. মার্কিন যুক্তরাষ্ট্র

গ. তুরস্ক

. ফিনল্যান্ড*

২) ২০২১ সালে জাতিসংঘের টেকশই উন্নয়ন প্রতিবেদনে সর্ব নিম্ন দেশ কোনটি?

ক)আফগানিস্তান

খ)ভেনিজুয়েলা

গ)মায়ানমার

ঘ)মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র*

৩) ২০২১ সালে জাতিসংঘের টেকশই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?

ক)১৯৩তম

খ)১০৯তম*

গ)৮৭তম 

ঘ)৫২তম

৪) ইরানের নতুন প্রেসিডেন্টের নাম কি?

ক)ইব্রাহিম রাইসি*

খ)আয়াতুল্লাহ্ আলি খামেনি

গ)হাসান রুহানি

ঘ)মাহমুদ আহমেদী নেজাদ

৫) বসনিয়ার কসাই কাকে বলা হয়?

ক)মার্শাল টিটো

খ)রাতকো স্লাদিচ*

গ)নাফতালি বেনেট

ঘ)ডোমেনিক রাব

৬)আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে আধুনিক সংস্করণের নাম কি?

ক)থাড

খ)হিসার

গ)এস৫০০*

ঘ)আয়রন ডোম

৭) তুলসা গণহত্যা কোথায় সংঘঠিত হয়?

ক)অষ্ট্রেলিয়া

খ)মার্কিন যুক্তরাষ্ট্র*

গ)বাংলাদেশ

ঘ)আফগানিস্তান

৮) বিদায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি?

ক)বারাক হোসেন ওবামা

খ)জর্জ ওয়াকার বুশ

গ)জো বাইডেন

ঘ)ডোনাল্ড জন ট্রাম্প*

৯) হংকং চীনের নিকট হস্তান্তর করা হয় কত সালে?

ক)১৯৯৭*

খ)১৯৯১

গ)১৯৯৯

ঘ)২০০৮

১০) জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন?

ক)বান কি মুন

খ)দ্যাগ হ্যামারশোল্ড*

গ)এন্তনিয় গুতরেজ

ঘ)আহমেদ বায়েজিদ

১১) ভারত ও চীনের সীমান্তরেখার নাম কি?

ক)ডুরান্ড লাইন

খ)ম্যাকমোহন লাইন

গ)লাইন অব কন্ট্রোল

ঘ)লাইন অব একচুয়াল কন্ট্রোল*

১২) মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তেরেখার নাম কি?

ক)র্যাডক্লিফ লাইন

খ)হেরাল্ড লাইন

গ)সনোরা লাইন*

ঘ)লাইন অব একচুয়াল কন্ট্রোল

১৩) বিশ্বের বৃহত্তম বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?

ক)কলকাতা, ভারত

খ)ফ্রাঙ্কফ্রুট, জার্মানি*

গ)বাগদাদ, ইরাক

ঘ)ঢাকা, বাংলাদেশ

১৪) ফ্লোরেন্স নাইটিঙ্গেল জড়িয়েছিলেন কোন যুদ্ধের সাথে?

ক)ক্রিমিয়া যুদ্ধে*

খ)বসনিয়া যুদ্ধে

গ)নার্গোনো কারাবাখ যুদ্ধে

ঘ)ক্রুসেড

১৫) আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

ক)বসফরাস প্রনালী

খ)পক প্রনালী

গ)বাব আল মান্দেব

ঘ)বেরিং প্রণালী*

১৬) দক্ষিণ আমেরিকার কোন দেশের ভাষা পর্তুগিজ?

ক)ভেনিজুয়েলা

খ)ব্রাজিল*

গ)চিলি

ঘ)আর্জেন্টিনা

১৭) ট্রয় নগরী কোথায় অবস্থিত?

ক)গ্রীস

খ)সিরিয়া

গ)মিশর

ঘ)তুরস্ক*

১৮) চাবাহার বন্দর কোথায়? 

ক)ইরান*

খ)পাকিস্তান

গ)ভারত

ঘ)ওমান

১৯)আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?

ক)আলজেরিয়া

খ)দক্ষিণ আফ্রিকা

গ)মিশর

ঘ)নাইজেরিয়া*

২০) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বর্তমান নাম কি?

ক)গ্রাউন্ড জিরো*

খ)৯/১১ টাওয়ার

গ)সিটি সেন্টার

ঘ)পেট্রোনাস টুইন টাওয়ার

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!