চাকরি প্রস্তুতি

চাকরি প্রস্তুতি | International Affairs | আন্তর্জাতিক বিষয়াবলি; পর্ব-০৪

GK International

সাধারন জ্ঞান | International Affairs; Part-04

১) পান্ডা দৈনিক কি পরিমাণ বাঁশ খায়?

উত্তরঃ ৩৮ কে.জি।

২) ২০২০ সালের বর্ষসেরা ফুটবলার কে? 

উত্তরঃ Robert Lewandowski.

৩) মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর উত্তম পদক কয়জন পেয়েছে?

উত্তরঃ ৬৭ জন।

৪) BRICS Bank এর নাম কি?

উত্তরঃ NDB (New  Development  Bank).

৫) সুরমা ও কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে?

আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। 

৬) পূর্ব তিমুর এর রাজধানীর নাম কি?

উত্তরঃ দিলি।

৭) সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তরঃ মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী,

কিন্তু উপন্যাসের রচয়িতা – আবু ইসহাক।

৮) ম্যারাডোনা কত সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন? 

উত্তরঃ ১৯৭৭ সালে।

৯) উদ্ভিদের ফুল, ফলের রঙ এর জন্য দায়ী কোনটি?

উত্তরঃ ক্রোমোপ্লাস্টের কারণে ফুল ও ফল রঙিন হয়। 

১০) মস্তিষ্কের রক্ত সঞ্চালন এর রোগ কোনটি?

উত্তরঃ স্ট্রোক।

১১) ২ নম্বর সেক্টরের অধীনে নয় কোনটি?

উত্তরঃ সিলেট। 

১২) জুম অ্যাপ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ Eric Yuan.

১৩) ডেভোলাপমেন্ট অফ ফ্রিডম বই কার লেখা?

উত্তরঃ Amartya Sen.

১৪) কমনওয়েলথ গেমস কত সাল প্রথম শুরু হয়?

উত্তরঃ প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে।

১৫) কোন রশ্মি দিয়ে জাল পার্সপোট শনাক্ত করা হয়?

উত্তরঃ অতিবেগুনি রশ্মি (UV) ব্যবহার করে জাল পাসপোর্ট, জাল টাকা, বিভিন্ন ধরনের নিরাপত্তা দলিল ও কার্ড শনাক্তকরণ করা হয়।

১৬) ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ কত?

উত্তরঃ ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ ৯৬.০ সেমি * ১০.৮ সেমি। 

১৭) শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি কোন পত্রিকা?

উত্তরঃ ৫ এপ্রিল ১৯৭১ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করেছিলেন।

১৮) ভাষানচর কোন উপজেলায় অবস্থিত?

উত্তরঃ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায়।

১৯) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত?

উত্তরঃ ২০০১ সালের ২৩ অক্টোবর এই মন্ত্রণালয়টি গঠন করা হয়। 

২০) জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন আছে?

উত্তরঃ দুই পাশে দুটি করে মোট ৪টি।

২১) জাতিসংঘ প্রতিষ্ঠা দিবস কত তারিখ?

উত্তরঃ ২৪ অক্টোবর। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১ টি রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু।

২২) নীল দর্পন এর ইংরেজি অনুবাদ করেন?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!