চাকরি প্রস্তুতি

English Grammar | Subject-Verb Agreement

English Grammar

SUBJECT-VERB AGREEMENT | ইংরেজি গ্রামার

একটি বাক্যে subject এর বৈশিষ্ট্য verb এর মধ্যে প্রতিফলিত হয় । আর এই প্রতিফলন person ও  number অনুযায়ী হয়ে থাকে । একেই subject-verb agreement বলে।

Example: He eats rice. এখানে he হলো subject. subject কী করছে । সে খাচ্ছে। He এর সাথে eat এর যে সম্পর্ক তাই হলো subject-verb agreement । মূলত subject ওverb এর মধ্যে যে আন্তঃ সম্পর্ক সেটিই subject-verb agreement.

  • Subject singular হলে verb singular হবে।

   Example: The list of items is on the table.

  • দুইটি subject an দ্বারা  যুক্ত হলে verb plural হয় ।

Example: Rahy and Ruhini are good freinds.

  • Either …or ,Neither ….nor এবং or দ্বারা দুইটি subject যুক্ত করা হলে সেক্ষেত্রে পরের subject টি অনুযায়ী verb এর রূপ হবে।

Example: Either Karim or his friends have come here.

  • দুইটি কর্তার আগে যদি একটিতে the থাকে তাহলে ব্যক্তি এক। সেক্ষেত্রে verb singular হবে।

Example: The teacher and Chairman has gone there.

এখানে যিনি teacher তিনিই chairman । অর্থাৎ, একজন ব্যক্তি দুটি পদবি ধারণ করেছে।

  •  দুইটি কর্তার আগে যদি দুইটিতেই the থাকে তাহলে ব্যক্তি এক। সেক্ষেত্রে verb pluar হবে।

Example: The teacher and the Chairman have gone there.

এখানে একজন teacher এবং একজন chairman । দুইজন আলাদা ব্যক্তি।

  • One of,each of, either of, neither of,the use of, the quality of, the number of এসকল শব্দের পরে noun plural হলে  verb singularহবে ।

Example: One of the students has got A+

  • Collective Noun একত্রে থাকলে subject singular হবে এবং verb ও sigular হবে

Example: The class have 50 students.

  • *** Collective Noun কে ভাগ করা হলে  subject singular হলেওএবং verb plural হবে।

Example: The class have been devided into three catagories.

  • ***There , here দিয়ে শুরু হলে verb এর পরে subject হয়। সেই অনুযায়ী singular /plural হবে।

Example: There has a book on the table.

Example: There have many books on the table.

  • ভগ্নাংশ যুক্ত কোন বাক্যে ভগ্নাংশ যুক্ত শব্দের পরের অংশটি subject হয় । সেক্ষেত্রে subject singular হলে verb ও singular হবে । subject plural হলে verb ও pluralহবে ।

Example: One-third of the book has been finished

Example: One-third of the books have been finished.

  • Gerund ও infinitive যুক্ত বাক্যে noun singular বা plural যাই হোক না কেন verb singular হবে।

Example: Buying books is my hobby.

Example: To eat a fruit has become my favourite.

  • Relative clause যুক্ত বাক্য হলে প্রথম subject অনুযায়ী verb হবে।  

Example: I who am your friend am going to Dhaka.

Example: Those who are your friends are brilliant

  • Adjective এর আগে the বসলে সেটি common noun হয় , common noun এর verb plural হয়।

Example: The poor are honest

  • Some, more, lots of ,a lot of ,majority, no , none যুক্ত বাক্যে এই শব্দগুলোর পরে যে শব্দটি বসবে সেটিকে subject ধরে সে অনুযায়ী singular/plural হবে।

Example: Some books are important.

Example: Some water is poor.

  • Along with, together with, as well as, accompanied with, in addition to, and not এই শব্দ গুলো দিয়ে দুইটি subject যুক্ত হলে প্রথম subject অনুযায়ী verb হবে।

Example: I along with my friends have gone there.

Example: He and not I is the student.

  • ***A number of যুক্ত বাক্য হলে তার noun ও verb উভয়ই plural হবে। The number of যুক্ত বাক্য হলে তার noun plural হবে কিন্তু verb singular হবে ।

Example: A number of the boys are going to class.

Example: The number of the boys is going to the class.

  • Every, no, some, any+one/body/thing যুক্ত বাক্য হলে verb singular হবে ।

Example: Everybody has gone

Example: No one is present.

  • One Type /kind/short এর আগে এক হলে  noun, verb দুটিই singular  হবে। একের অধিক Typeস /kind/short হলে noun, verb দুটিই plural হবে।

Example: One type of book is important

Example: Three types of books are important.

বিগত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা SUBJECT-VERB AGREEMENT এর প্রশ্ন সমূহঃ

1.Which one is correct?[2019]

-*one of my friends is lawyer/ one of my friend is lawyer/ one of my friends are lawyer/ one of my friend is lawyer

2. Which one is the correct sentence?[2015]

-Neither roads are led to the railway station/Neither of the roads leads to the railway station/*Neither of the  roads leads to the railway station/neither of the roads are leading to the railway station

3.The chairman and secretary—present at the last meeting.

-were/is/have/*was

বিগত বি সি এস পরীক্ষায় আসা SUBJECT-VERB AGREEMENT এর প্রশ্ন সমূহঃ

1. The Arabian Nights—still a great favourite.[26th]

-has/are/*is/were

2. Choose the correct answer[37th]

-all of it depend on you/all of it are depending on you/*all of it depends on you/all of it are depend on you

3. Slow and steady – the race.[36th ]

-win/*wins/has won/won

4. subject-verb agreements refers to—[33th ]

– person/number,person,gender/*number and person/number

5.Neither Rimi nor Simi—qualified for the job.[29th]

-are/*is/were/had

6. At least one of the students—full marks every time[24th]

-get/are gettinf/*gets/have got

7. One should be careful about – duty [23rd]

-his/her/*one’s/the

8. The fourths of the work—finished[23rd]

-have been /had/ *has been /were

ভবিষ্যতে অনুশীলনের সুবিধার্থে আপনার ফেসবুক ওয়ালে পোস্ট শেয়ার করে রাখুন। সহপাঠি, বন্ধু ও পরিবারের সকলে মিলে অবশ্যই গ্রুপ ডিসকাশন করবেন।

error: Content is protected !!