চাকরি প্রস্তুতি

CareerDiplomats ওয়েবসাইট (CareerDiplomats.com) বা CareerDiplomats অ্যাপ বা CareerDiplomats সংস্থার যেকোনো পণ্য ও সেবা গ্রহণ/ব্যবহার দ্বারা আপনি এই পৃষ্ঠায় উল্লেখিত শর্তাদি, সমস্ত প্রযোজ্য আইন এবং বিধি দ্বারা আবদ্ধ হতে সম্মত হচ্ছেন এবং এই মর্মে সম্মতি প্রদান করছেন যে; প্রযোজ্য স্থানীয় আইন মেনে চলার জন্য আপনি দায়বদ্ধ। আপনি যদি এই শর্তগুলির সাথে একমত না হন তবে আপনাকে এই সাইটটি/অ্যাপটি/সংস্থাটি ব্যবহার/গ্রহণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। এই ওয়েবসাইটে/অ্যাপে/সংস্থায় থাকা পণ্য/সেবা/উপাদানগুলি প্রযোজ্য কপিরাইট এবং ট্রেডমার্ক আইন দ্বারা সুরক্ষিত।

সকল শর্তাবলী নিম্নরূপ

মূল্যঃ

CareerDiplomats যেকোনো সময় পূর্ব ঘোষণা বা কাউকে অবিহিত করা ছাড়াই পণ্য/সেবার মূল্য পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে। যদিও এতে আপনার বর্তমানে ক্রয়কৃত মূল্যের উপর প্রভাব পড়বে না। তবে পরবর্তী নবায়ন/নতুন ক্রয়ের ক্ষেত্রে নতুন ধার্যকৃত মূল্য প্রযোজ্য হবে।

অ্যাকাউন্টঃ

CareerDiplomats যেকোনো সময় কোনও কারণ দর্শানো ছাড়াই ওয়েবসাইটে/অ্যাপে নিবন্ধিত ব্যবহারকারী/গ্রাহক/শিক্ষার্থীর একাউন্ট মুছে/বাতিল করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।

সাপোর্টঃ

বিনামূল্যে প্রদানকৃত পণ্য, সেবা, উপাদান, উপকরণ এর জন্য CareerDiplomats সাপোর্ট প্রদান করে না। সকল উপাদানসমূহ “যেমন আছে, তেমন ভিত্তিতে” সরবরাহ করা হয়। ক্রয়কৃত পণ্য, সেবা, উপাদানসমূহের জন্য CareerDiplomats ওয়েবসাইটের অভ্যন্তরীণ সাপোর্ট টিকেট সেন্টারের মাধ্যমে সাপোর্ট প্রদান করা হয়।

দাবি পরিত্যাগীঃ

CareerDiplomats ওয়েবসাইটে/অ্যাপে থাকা সামগ্রীগুলি “যেমন আছে তেমন ভিত্তিতে” সরবরাহ করা হয়। CareerDiplomats ওয়েবসাইটে/অ্যাপে প্রকাশিত তথ্য/উপাদানের বিশুদ্ধতার কোনও প্রকার ওয়্যারেন্টি/গেরান্টি প্রদান/নিশ্চিত করে না। তদ্ব্যতীত, CareerDiplomats তার ওয়েবসাইটটিতে/অ্যাপটিতে সরবরাহকৃত পণ্য/সেবা/উপাদান/তথ্য/অন্যান্য বিষয়বস্তু ব্যবহারের নির্ভুলতা, সম্ভাব্য ফলাফল, বা নির্ভরযোগ্যতার বিষয়ে বা অন্য কোনওভাবে এই জাতীয় সামগ্রীর সাথে বা এই সাইটের সাথে লিঙ্কযুক্ত যে কোনও সাইটগুলির সাথে সম্পর্কিত বিষয়গুলোর কোন প্রকার গেরান্টি/ওয়ারেন্টি দেয় না। সেবাগ্রহণকারী/গ্রহীতা নিজ দায়ীত্বে নিজ পর্যবেক্ষণে সকল প্রদর্শিত বিষয়, প্রদানকৃত পণ্য বা সেবাসমূহ ব্যবহার করবেন। ব্যবহারে কোন প্রকার ক্ষতির সম্মুখীন হলে তার দায়ভার CareerDiplomats বহন করবে না ও এ-বিষয়ে কোন প্রকার গেরান্টি/ওয়ারেন্টি প্রদান করা হবে না।

মালিকানাঃ

CareerDiplomats ওয়েবসাইট ও CareerDiplomats অ্যাপে প্রকাশিত সকল প্রকার উপাদান, উপকরণ যেমনঃ ভিডিও, অডিও, গ্রাফিক্স, ফটোগ্রাফি, লেখাসহ অন্যান্য সকল সামগ্রী CareerDiplomats প্রতিষ্ঠানের এর নিজস্ব সম্পত্তি। লিখিত অনুমোদন ব্যতিত উল্লেখিত সম্পদসমূহ ডাউনলোড, হস্তান্তর, অন্যকে ডাউনলোড লিঙ্ক প্রদান, পেন ড্রাইভের মাধ্যমে হস্তান্তর, নিজস্ব বা অন্যান্য তৃতীয়পক্ষ ওয়েবসাইটে/অ্যাপে আপলোড, কপি, প্রিন্ট (এতেই সীমাবদ্ধ নয়) করা সম্পূর্ণ রুপে নিষিদ্ধ। এগুলোর যেকোনো এক বা একাধিক কার্য সম্পন্ন করণে শর্তাবলী ভঙ্গের দায়ভার গ্রহণ করতে হবে এবং ভঙ্গকারীর বিপক্ষে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সকল প্রকার আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

সীমাবদ্ধতাঃ

CareerDiplomats বা CareerDiplomats এর কোন সরবরাহকারী CareerDiplomats ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সরবরাহকৃত উপকরণের ব্যবহার থেকে উৎপন্ন বা উপকরণ ব্যবহারের অক্ষমতা দ্বারা ক্ষয়-ক্ষতির সম্মুখীন হলে কোন অবস্থাতেই CareerDiplomats দায়ী থাকবে না। এমনকি CareerDiplomats বা CareerDiplomats অনুমোদিত কোন প্রতিনিধিকে মৌখিকভাবে বা এই জাতীয় ক্ষতির সম্ভাবনা লিখিতভাবে অবহিত করা হলেও। কারণ কিছু এখতিয়ারসমূহ অন্তর্নিহিত সীমাবদ্ধতার উপন ওয়ারেন্টি, বা ফলস্বরূপ বা ঘটনাগত ক্ষতির জন্য দায়বদ্ধতার সীমাবদ্ধতা অনুমতি প্রদান করে না, এই সীমাবদ্ধতাগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

উপাদানের নির্ভুলতাঃ

CareerDiplomats ওয়েবসাইট (CareerDiplomats.com) বা অ্যাপে (CareerDiplomats) যেসকল উপাদান রয়েছে যেমনঃ প্রযুক্তিগত, টাইপোগ্রাফিক্যাল, ফটোগ্রাফিক্যাল, ভিউজুয়াল গ্রাফিক্যাল, ভিডিওগ্রাফিক্যাল বা অডিও বা অন্যান্য ডিজিটাল/ফিজিক্যাল ইত্যাদি উপাদানসমুহে ত্রুটি থাকতে পারে। CareerDiplomats তার ওয়েবসাইটের/অ্যাপের সরবরাহকৃত উপাদান/উপকরণসমূহ যে পরিপূর্ণ সঠিক, সম্পূর্ণ বা হালনাগাদ সংস্করণ এ বিষয়ে কোনও প্রকার ওয়্যারেন্টি দেয় না। CareerDiplomats তার ওয়েবসাইটের/অ্যাপের উপাদান/উপকরণ যেকোনো সময় কাউকে অবিহিত করা ছাড়াই পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। এছাড়াও, CareerDiplomats তাঁদের সরবরাহকৃত উপাদান/উপকরণসমূহ হালনাগাদ করার প্রতিশ্রুতি প্রদান করে না।

লিঙ্কসমূহঃ

CareerDiplomats তৃতীয় পক্ষের ওয়েবসাইটের/অ্যাপের যুক্তকৃত লিঙ্কসমূহ পুনঃসমীক্ষা করে না এবং সেসকল ওয়েবসাইটের কন্টেন্ট বা উপাদান বা উপকরণ এর জন্য কোনভাবেই দায়বদ্ধ নয়। তাই CareerDiplomats এ যুক্তকৃত কোনও লিঙ্ক CareerDiplomats দ্বারা অনুমোদনের ইঙ্গিত দেয়া না।

বয়সঃ

CareerDiplomats ওয়েবসাইটটি/অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। CareerDiplomats ওয়েবসাইট/অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চয়টা/ওয়ারেন্টি প্রদান করছেন যে আপনার বয়স ন্যূনতম ১৮ বছর বা তার অধিক। যদি আপনার বয়স ১৮ বছরের কম হয় তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট, অ্যাপ, পণ্য, সেবা, উপাদান ও অন্যান্য উপকরণ ব্যবহার থেকে বিরত থাকুন।

পরিবর্তন বা পরিবর্ধনঃ

CareerDiplomats পূর্ব ঘোষণা ছাড়াই সকল শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে। CareerDiplomats ওয়েবসাইট CareerDiplomats.com, CareerDiplomats অ্যাপ বা CareerDiplomats এর যেকোনো পণ্য/সেবা ব্যবহারে/গ্রহণে সর্বশেষ সংকলিত বা হালনাগাদকৃত সকল শর্তাবলী আপনার উপর প্রযোজ্য হবে।

কোর্স সংক্রান্ত শর্তাবলী

অনুমোদিত ব্যবহারঃ

প্রশিক্ষণ সংক্রান্ত সকল প্রকার ভিডিও, অডিও ও অন্যান্য উপাদান সামগ্রী CareerDiplomats এর নিজস্ব সম্পত্তি। গ্রাহকরা এসকল ডিজিটাল পণ্যসমূহ ক্রয় করে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন। অংশগ্রহণকারীরা শুধুমাত্র কন্টেন্ট/পণ্য/উপাদানসমূহ ব্যবহারের একক অনুমোদন (লাইসেন্স) পাবেন। অন্য কোন ব্যবহারকারী/ব্যক্তির সাথে অংশীদারীত্বের ভিত্তিতে প্রশিক্ষণ সংক্রান্ত ভিডিও/অডিও/উপাদানসমূহ ব্যবহার করতে পারবেন না। অংশগ্রহণকারীরা কোন ভাবেই, কোন প্রক্রিয়াই যেমনঃ ডিজিটাল, ফিজিক্যাল, অনলাইন, অফলাইন (এতেই সীমাবদ্ধ নয়) বা অন্য কোন মাধ্যমে সরবরাহকৃত পণ্য, কন্টেন্ট বা অন্যান্য উপাদানসমূহ ডাউনলোড, বিতরণ, হস্তান্তর, বিক্রয় (এতেই সিমাবদ্ধ নয়) করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত লিখিতভাবে CareerDiplomats থেকে অনুমোদন প্রদান করা হচ্ছে।

কি কি করা যাবে?

  • প্রদানকৃত একাউন্টে লগিন করে যখন ইচ্ছে তখন প্রশিক্ষণ সংক্রান্ত উপাদানসমূহ উপভোগ করা যাবে।

কি কি করা যাবে না?

  • একই একাউন্ট থেকে একাধিক ব্যক্তি উপভোগ করতে পারবে না। অনুমোদনটি (লাইসেন্স) শুধুমাত্র একক নিজস্ব অ-বাণিজ্যিক উপভোগের জন্য প্রযোজ্য।
  • প্রদানকৃত ভিডিও, অডিও বা অন্যান্য উপাদান সামগ্রী ডাউনলোড করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ। 
  • অন্য কাউকে সরবরাহ করা যেমনঃ ডাউনলোড লিঙ্ক প্রদান, পেনড্রাইভের মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ (পাইরেসি) হিসেবে গণ্য হবে।

উল্লেখিত শর্তাবলীর (এক বা একাধিক) শর্ত ভঙ্গ করা হলে অংশগ্রহণকারীর একাউন্ট স্থায়ীভাবে বাতিল (সাসপেন্ড) ও মুছে (ডিলিট) ফেলা হবে। এ বিষয়ে কোন প্রকার অভিযোগ/অনুরোধ গ্রহণযোগ্য হবে না। 

কোর্স উপভোগের সময়সীমাঃ

অংশগ্রহণকারীরা ততোদিন পর্যন্ত এক্সেস পাবেন যতদিন CareerDiplomats.com ওয়েবসাইট বা CareerDiplomats অ্যাপ সক্রিয় থাকবে বা প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকবে। কোন কারণে ভবিষ্যতে প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ ঘোষণা করলে এবং ওয়েবসাইট/অ্যাপ পরিচালনা স্থগিত করলে গ্রাহকরা তাঁদের ক্রয়কৃত প্রশিক্ষণসমূহ উপভোগ করার ক্ষমতা হারাবেন। এক্ষেত্রে কোন প্রকার আর্থিক ক্ষতিপূরণ বা রিফান্ড প্রদান করা হবে না।

ওয়েবসাইট/অ্যাপের কার্যক্ষমতাঃ

ওয়েবসাইট/অ্যাপের প্রযুক্তিগত ত্রুটির কারণে যেমন স্টোরেজ, বান্ডউইথ, সার্ভার ক্রাশের (এতেই সিমাবদ্ধ নয়) ফলে উপাদানসমূহ এক্সেস করতে না পারলে প্রতিষ্ঠান (CareerDiplomats) কোন ভাবেই দায়বদ্ধ থাকবে না। প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব এ সম্পর্কিত সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাবে। ত্রুতি সমাধানের সময়কাল নির্দিষ্ট নয়, এটি নির্ভর করবে ত্রুটির জটিলতার উপর। অংশগ্রহণকারী উপাদানসমূহের এক্সেস ফিরে পেতে ত্রুটি সমাধানের পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য হবেন।

কোর্স উপাদানঃ

কোর্স ফি প্রদানের সাথে সাথেই কোর্স সংক্রান্ত উপাদানসমূহ প্রদানকৃত CareerDiplomats একাউন্টে লগিন করে উপভোগ করা যাবে। সকল প্রশিক্ষণসমূহ ভিডিও, অডিও, টেক্সট, গ্রাফিক্স ও অন্যান্য ডিজিটাল প্রক্রিয়ায় সরবরাহ করা হবে। কোর্স বা প্রশিক্ষণে শেখানো/দেখানো তৃতীয়পক্ষ সংস্থার পণ্যসমূহ যেমন সফটওয়্যার, গ্রাফিক্স, ছবি ও এ যাবতীয় অন্যান্য উপাদানসমূহ সেসকল তৃতীয়পক্ষ প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি। তাই কোর্সের সাথে সেসকল তৃতীয়পক্ষের উপাদান/পণ্য/সেবাসমূহ অন্তর্ভুক্ত নয়। কোর্সে/প্রশিক্ষণে অংশগ্রহণকারী নিজ দায়িত্বে কোর্সের উপাদানসমূহ সংগ্রহ করবেন। CareerDiplomats সেসকল তৃতীয়পক্ষের পণ্য/সেবা/উপাদানসমূহ অংশগ্রহণকারীকে প্রদানে বাধ্য থাকিবেন না। তবে CareerDiplomats এর নিজস্ব উৎপাদিত কোর্স সংক্রান্ত উপাদানসমূহ ব্যবহার/গ্রহণ করতে পারবেন।

কোর্স ফি ফেরতঃ (রিফান্ড)

কোর্স ফি ফেরত বা রিফান্ড যোগ্য নয়। অংশগ্রহণ করার পূর্বে প্রদানকৃত নমুনা কোর্স, ভিডিও বা অন্যান্য উপাদানসমূহ নিজ দায়িত্বে পর্যবেক্ষণ করে অংশগ্রহণ করার পরামর্শ রইলো। সকল প্রকার কোর্স, পণ্য ও সেবায় বিস্তারিত বিবরণ যুক্ত করা রয়েছে। তাই ভুলবশত একটি কোর্স, পণ্য বা সেবা ক্রয় করতে গিয়ে অন্যটি ক্রয় করে ফেললে প্রতিষ্ঠান কোনভাবেই তার দায় গ্রহণ করবে না ও অর্থ ফেরত বা রিফান্ড প্রদান করবে না।

কোর্স সহায়তাঃ

কোর্সে অংশগ্রহণ করার পরবর্তী ১ বছর পর্যন্ত সহায়তা ফোরামের মাধ্যমে প্রশিক্ষক, মোডারেটর ও কমিউনিটি সহায়তা (নিজেদের মধ্যে) নেয়া যাবে। যদিও প্রশিক্ষকগণ সরাসরি সহায়তা (প্রশ্নের উত্তর) প্রদানে বাধ্য থাকিবেন না। তবে অংশগ্রহণকারী কোর্স সংক্রান্ত নতুন বিষয়ক উপাদান যেমন ভিডিও, অডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি প্রকাশে প্রশিক্ষকগণকে আবেদন জানাতে পারে। প্রশিক্ষকগণ অংশগ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী উপাদান প্রকাশ করিবেন, তবে প্রশিক্ষক তা প্রকাশে বাধ্য থাকিবেন না। অংশগ্রহণকারীকে সহায়তা প্রদানে প্রশিক্ষণগণ সর্বচ্চ প্রচেষ্টা চালাবেন, তবে প্রশিক্ষক প্রশিক্ষণের মান উন্নয়ন ও গবেষণায় সময় ব্যয় করায় সরাসরি অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর প্রদানে অপারগ থাকতে পারেন, কিংবা ক্ষেত্র বিশেষ সরাসরি সহায়তা প্রদান করতে পারেন (প্রশিক্ষণগণের উপর নির্ভরশীল), তবে তিনি বাধ্য থাকিবেন না। এতে করে প্রশিক্ষণের হালনাগাদ সংস্করণ প্রদানে প্রশিক্ষকগণদের পক্ষে সহায়ক হবে, যা পরবর্তীতে অংশগ্রহণকারীকে নতুন নতুন বিষয়ে শিখতে সহায়তা করবে।

error: Content is protected !!